ইসলামপুর উচ্চ বিদ্যালয়
গনেশপুর, ছাতক, সুনামগঞ্জ।
EIIN: EIIN: ১২৯৮১৭
MPO Index:
প্রতিষ্টাকাল: ১৯৮৬ খ্রি.
প্রতিষ্টাকালীন সভাপতি: জনাব হাজী ইলিয়াছ আলী
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: ইসলামপুর ইউনিয়নে কোন মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার শিক্ষা বিস্তার হুমকির মধ্যে ছিল। এলাকার শিক্ষার হার কমে যাওয়া ও উচ্চ শিক্ষার অর্জনের ক্ষেত্র না থাকায় অত্র এলাকা নানা দিক থেকে পিছিয়ে পড়ছিল। এ বিষয়টি অনুধাবন করে এলাকার মুরুব্বিয়ান ও শিক্ষিত যুবক সহ সকল শ্রেণি পেশার জনসাধারণের অক্লান্ত প্রচেষ্টায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়েছিল।
অত্র প্রতিষ্ঠানটি স্থাপনে ভূমি দান করে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাঁরা হলেনঃ ১) হেকিম নজাবত আলী, ২) হাজী আফাজ উদ্দিন, ৩) মোঃ খলিলুর রহমান। ৪) মোঃ নাছির উদ্দিন, ৫) মোঃ বিলাল উদ্দিন, ৬) মোঃ নজরুল ইসলাম, ৭) ছাওমাতুল ইসলাম, 8) লাইলু মিয়া, ৯) বোরহান উদ্দিন।
প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট্য মুরুব্বি ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব হাজী ইলিয়াছ আলী। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এড. মোঃ বদর উদ্দিন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ সহযোগিতা করেছেন। ১৯৯৮ সনের ১লা মার্চ সুনামগঞ্জ ৫ আসন (ছাতক,দোয়ারা) এর মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, এম পি মহোদয়ের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টি নিন্মমাধ্যমিক পর্যন্ত এমপিও ভূক্ত হয়। দীর্ঘ ১৯ বছর যাবৎ বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক পর্যন্ত এমপিও ভূক্ত ছিল। এই দীর্ঘ সময় স্থানীয় ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থা ও এলাকার বিত্তশালী শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ বিদ্যালয়ের সার্বিক পরিচালনার কার্যে আর্থিক সহযোগিতা করেছেন।
তারপর ২০১৯ সনের ২৩শে অক্টোবর পুনরায় সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, এম পি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় মাধ্যমিক পর্যন্ত এমপিও ভূক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে এলাকার কৃর্তি সন্তান জনাব হাজী সৈয়দ আহমদ দায়িত্ব পালন করছেন। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, এম পি -মহোদয় সহ যারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়
গনেশপুর, ছাতক, সুনামগঞ্জ।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1712-466035
ই-মেইল: chhatakislampurhs@yahoo.com
ওয়েব: www.chhatakislampurhs.edu.bd