ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট খোলার প্রস্থুতি চলছে জেনে আমি খুবই আনন্দিত। একটি উন্নত সমৃদ্ধ তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ওয়েব সাইট খুলতে যাচ্ছে। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্যাদি ওয়েব সাইটে আপডেট থাকবে।
উক্ত ওয়েব সাইট প্রস্তুত করণের সাথে শিক্ষা মন্ত্রনালয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে সত্যিকারের দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জয় বাংলা।