সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ইসলামপুর উচ্চ বিদ্যালয়টি এলাকাবাসীর উদ্যোগে ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকাল হতে অদ্যাবধি বিদ্যালয়টি শিক্ষার প্রসারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তথ্য প্রযুক্তির প্রসার ও স্মার্ট বাংলাদেশ গড়ার গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইট খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট খোলা হয়েছে। এটি বর্তমান বাস্তবতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ওয়েব সাইট খোলায় বিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব পরিবর্তন আসবে। সেই সাথে বিদ্যালয়ের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ দ্রুত, সহজ, সুন্দর ও স্মার্ট হবে বলে মনে করি। এ ওয়েব সাইট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার কল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের বিদ্যালয়ের ওয়েব সাইটে সবাইকে স্বাগতম। জয় বাংলা।